পরিচালকের বক্তব্য

আমাদের কথা:


শিক্ষার সিঁড়ি বেয়েই একজন ছাত্রী তার শ্রেষ্ঠত্বকে অর্জন করতে সক্ষম হয়। এজন্য তার মেধা, দক্ষতা ও সম্ভাবনাশক্তির সুষম বিকাশের জন্য পরিকল্পিত শিক্ষা প্রয়োজন। আর পরিকল্পিত শিক্ষা অর্জনের জন্য সকল জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা পাড়ি জমাচ্ছে দেশ-বিদেশের শ্রেষ্ঠ ও নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে। বলাবাহুল্য আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পর অসংখ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে ছুটে আসে রাজধানী ঢাকা শহরে। অনেকে ভর্তিযুদ্ধে অবতীর্ণ হয়ে কিংবা মেধাক্রমানুসারে কাঙ্খিত কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। কিন্তু বাস্তবতার বিষয় হচ্ছে ভর্তি পরবর্তীতে লেখা-পড়ার একটি সুন্দর, অনুকুল ও নিরাপদ আবাসন খুঁজে পেতে অনেকেরই কঠিন সমস্যা মোকাবেলা করতে হয়। কোন কারণে ছাত্রীটি পড়া-শোনার অনুকুল ও নিরাপদ পরিবেশ না পেলে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। এমনও অনেক ছাত্রীকে দেখা গেছে ক্লাস ব্যতীত বাকী দীর্ঘ সময় যে বাসস্থানে কাটাবে তা অনুকুল ও জবাবদিহিতার আওতায় না থাকায় সে তার মেধাকে প্রকৃত কাজে লাগাতে পারে না কিংবা সুষ্ঠু পরিবেশ এবং সঠিক তত্ত্বাবধানের অভাবে নিজের অজান্তেই বিপথে চলে যায়।

এ সকল সমস্যাকে একটি সামাজিক সমস্যা মনে করে ২০১০ সনে আমাদের প্রতিষ্ঠান ড্রিম স্কলার্স হোম ঢাকার প্রাণ কেন্দ্র ধানমন্ডি ১৫ নং স্টাফ কোয়ার্টার ও ঝিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন দুটি সু-দৃশ্য ও কোলাহলমুক্ত আদর্শ ছাত্রী আবাসন প্রতিষ্ঠা করেছে। একজন কলেজ শিক্ষক হিসেবে আমি দৃঢ়তার সাথে বলতে পারি অত্র প্রতিষ্ঠানের আবাসিক ছাত্রীরা জবাব দিহিতার আওতায় থাকার কারণে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পেয়েছে। ঢাকা শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান – ঢাকা সিটি কলেজ, বীর শ্রেষ্ঠ নুরমোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ ও ঢাকা কলেজের মেধাবী ছাত্রীরা বিগত বছরগুলোতে এ হোমসে অবস্থান করে প্রত্যেকে তাদের জিপিএ ৫ সহ প্রতিভার স্বাক্ষর রেখেছে। ফলশ্রুতিতে বিগত বছরগুলোতে তারা ঢাকা মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে।

সবিশেষ আমি বলতে চাই ঢাকা সিটি কর্পোরেশন ও সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও কলেজ শিক্ষক কর্তৃক পরিচালিত এ প্রতিষ্ঠানটি একটি সামাজিক ও শিক্ষার মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। যার লক্ষ্য হচ্ছে দেশের দূর-দূরান্ত থেকে উচ্চ শিক্ষার জন্য আগত আধুনিক ও মানসম্পন্ন পরিবেশে আবাসন ব্যবস্থার মাধ্যমে উন্নত শিক্ষায় সহযোগিতা ।

মোঃ আবদুল্লাহ আল মামুন
সহকারী অধ্যাপক, ঢাকা পাবলিক কলেজ, ধানমন্ডি
প্রাক্তন প্রভাষক, স্টামফোর্ড কলেজ, ধানমন্ডি
পরীক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড, ঢাকা-১২০৫